একদিন বৃষ্টি হতে চেয়েছিলাম স্বচ্ছ কান্নার মত। মেঘ গর্ভে জলভাঙ্গা গহীনে ডুব দিয়ে দেখেছি- কান্নার সরল শব্দ মন ভেঙ্গে আসে না আর, শুকিয়ে গেছে প্রাচীন গর্ভ। এই ফাঁকে বুকপাতা চোরা সবুজ চলে গেলো, চলে গেলো দূর পথ একা একা পথ না চিনেই, ও বলেছে ফিরবে না আর, শুনবে না কথা। আমার যে অনেক কথা বলার ছিলো! জন্ম হলেই কান্নার শব্দে ও কে যে বলতাম, আমায় আগলে রেখো বুকে। একটা কান্নার শব্দ আমার থেমে আছে বুকের ফ্যাসফ্যাসে কষ্টে... আরেকটা কান্নার শব্দ থেমে গেছে মেঘের, ফিরে গেছে সব ডাহুক পেঁচার লেজে আর যারা ছিল অনাগত নামে উদ্বৃত্তপত্রে। শুধু বৃষ্টি হতে চেয়ে, শুধু একবার বৃষ্টি হতে চেয়েই বিকলাঙ্গ রোদ হয়ে আমি আর বুক পাতা সবুজ, নারকেলের ডগা মরচে ধরা হলদেটে হয়ে যাই। পথ চলে গেছে দূরে একা একা পথ না চিনেই ও বলেছে ফিরবে না আর, শুনবে না কোন কথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন
সুন্দর কবিতা। বড় সুন্দর। তবে পান্না ভাই আমার কথাটা বলে দিলো। একই রকম দশটা সুন্দর কবিতার কিন্তু কোন মানে নেই অন্তত কবিতাগুলো যখন বই আকারে বের হবে। চলুক কবির ভাঙচুর।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।